হোম > রাজনীতি

জাপা থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘অগঠনতান্ত্রিক’, প্রত্যাখ্যান করলেন আনিসুল-রুহুল-মুজিবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে আজ মঙ্গলবার জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া তিন নেতার সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ তিন নেতাকে অব্যাহতির যে সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান জি এম কাদের নিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন ওই তিন নেতা। তাঁরা বলছেন, সম্পূর্ণ ‘বেআইনি ও অগঠনতান্ত্রিকভাবে’ সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের এই সিদ্ধান্ত তাঁরা মানেন না।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার ধারাবাহিকতায় গতকাল সোমবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের। একই সঙ্গে শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব করা হয়।

এই প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকে আনিসুল ইসলাম বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁরা মানেন না। তাঁরা তাঁদের পদেই বহাল রয়েছেন।

জাপার গঠনতন্ত্রের যে ধারা অনুযায়ী ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই দলে যে কাউকে যুক্ত ও বহিষ্কার করতে পারেন। এই ধারা বাতিল করতে হবে।’

জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম।

দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল আয়োজনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবেন, কারা থাকবেন না।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ মহাসচিব হিসেবে তা আমি জানি না। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাব। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করব। আপনি যেতে না দিলেও আমরা যাব।

‘জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেব না, আপনি যতই চেষ্টাই করুন। আপনি ব্যক্তিস্বার্থের জন্য দলকে ভাঙার পরিকল্পনা করবেন, তা আমরা হতে দেব না। আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি। দলকে কোনো অবস্থাতেই ভাঙতে দেব না।’

শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে অব্যাহতি পাওয়া জাপার আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জি এম কাদের দলের ক্ষতি করছেন। তিনি যা করছেন, তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না।’

জাতীয় পার্টি থেকে আগেই অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একদম ধ্বংসের কিনারায়। সেখান থেকে জাতীয় পার্টিকে কীভাবে উদ্ধার করা যায়, কীভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করা যায়, রাজনীতিতে আমাদের অবস্থান কীভাবে ফিরে পেতে পারি, সে জন্য আজ এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার সাবেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ