হোম > রাজনীতি

ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবার চালু হয়েছে: জেএসডি সাধারণ সম্পাদক

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল, সেটি আবার চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘যেই মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে, সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়।’

সমাজতান্ত্রিক দলের এ নেতা বলেন, যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে, তারাই এ ধরনের কাজ করছে।

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘সংস্কার মানে আগের যত অন্যায্য তা ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি, সবখানে ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল রয়েছে। সেটির একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা। যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।’

ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় প্রদক্ষিণ করে।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা