ঢাকা: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পল্টন থানায় দায়ের করা হেফাজতে ইসলামের একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে মুফতি শাখাওয়াতকে দুপুরের দিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, হেফাজতে ইসলামের তাণ্ডবের সঙ্গে মুফতি শাখাওয়াত জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হোক।
গত ১৪ এপ্রিল সন্ধ্যায় লালবাগ থেকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত রাজধানীতে আন্দোলনের নামে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে, সেসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।