২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘কিছুটা অনিশ্চয়তা, সংশয়ে আমরা ছিলাম। আজকে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। জাতির সঙ্গে সঙ্গে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি।’
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য অনেকগুলো গুরুদায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে, এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।’
জুবায়ের আরও বলেন, ‘আপনারা জানেন যে আমরা আট দল একসঙ্গে আন্দোলন করছি। আমাদের এ ছাড়া আরও যে সমস্ত বক্তব্যগুলো আছে, আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আপনাদের সামনে সেটিও পেশ করব।’
জামায়াতসহ আট দলের পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন সমাপ্ত হচ্ছে কি না—এমন এক প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘আমাদের দাবিগুলো, বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সেটা তো হয়েছে এবং এর সঙ্গে ছিল যে গণভোট। গণভোট আমরা আগে চেয়েছিলাম। আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে, এই গণভোটে যাতে “হ্যাঁ” জয়যুক্ত হয়। এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে দেশবাসীকে আহ্বান জানান।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।