সুস্থ, সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেবী দুর্গার মতো অন্যায়, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত করার জন্য। তাঁর আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিপরীতে সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজকে আমাদের ঠিক একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমরা সুস্থ, সুন্দর গণতান্ত্রিক এক বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষে আমরা এগিয়ে যাব।’
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। সকল ধর্মের মানুষকে নিয়ে এখানে একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়তে, সবার অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের মনে প্রশ্ন জাগে-আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? সম্ভবত চাইনি। আমরা সত্যিকার অর্থেই এখানে একটা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা সেই সমাজকে, সেই দেশকে নষ্ট হতে দিতে চাই না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করে এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ হবে। আমরা এখানে জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। আজকের দিনে এই আমাদের প্রত্যাশা।