হোম > রাজনীতি

পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে আ.লীগ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত ছিলেন’—আওয়ামী লীগের পক্ষ থেকে আসা এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া, তারেক রহমান নন, আওয়ামী লীগ ও তৎকালীন সরকার পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে—-এমনটাই জোর দিয়ে দাবি করেছেন তিনি।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ দাবি করেন। পিলখানার ঘটনায় নিহতদের স্মরণে বিএনপি এই সভার আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এবং তৎকালীন সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এবং তাদের চক্রান্তের মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, বাংলাদেশকে একটা দুর্বল, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যে। একই সঙ্গে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যও এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।’ 

বর্তমান সরকারের মন্ত্রীদের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, ‘২৫ ফেব্রুয়ারি আসলেই আওয়ামী লীগের এই সরকারের হৃৎকম্পন শুরু হয়। আওয়ামী লীগের মন্ত্রী, যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তাদের কথা বলতে কোনো দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় না। সেই কারণে তারা যা খুশি, তা-ই বলতে থাকে। তাদের একজন মন্ত্রী বললেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত। এতটুকু দ্বিধা করলেন না এ রকম একটি উক্তি করতে।’

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ