হোম > রাজনীতি

নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু

খুলনা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা বলেছেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে”। আপনি যদি ডেট দিতে না পারেন, আরেকটু অপেক্ষা করেন, আমরাই (বিএনপি) ডেট দিয়ে দেব।’

আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক মহানগর বিএনপির আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আপনাদের যারা কর্মচারী, পুলিশ-প্রশাসন; তারা দেশের মানুষের অর্থে চলে। আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন, তাহলে আমরা কী করব। আমাদের একটা ডেট তো দরকার, দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হইছে। একটা দিন বলতে হবে না। দিন না বললে আমরা কাউকে দাওয়াত দিতে পারব না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কী হবে। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন, তখন সারা দেশ স্থবির হয়ে যাবে। সেদিন বুঝবেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘যদি বিএনপি ১৭ বছর আন্দোলনে না থাকত, এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি, সেই ’২৪-এর আন্দোলনকে যারা ছোট করছে, শত শত না হাজার হাজার ছোট ভাইবোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন। বিএনপি বলেছে, ভবিষ্যতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আহত-নিহত পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। আপনারা ইতিহাস পড়েন। না হলে কীভাবে এক মাসের অর্জন ছোট করছেন।’

শামসুজ্জামান দুদু সরকারের সমালোচনা করে বলেন, ‘ড. ইউনূস সংস্কারের কথা বলছেন, আগে তো তাঁর সংস্কার হওয়া উচিত। হাইকোর্টে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দিলেও তিনি ও তাঁর উপদেষ্টা তা হতে দেননি। হাইকোর্টের আদেশ অমান্য করেছেন। পদত্যাগ নাটক করেছেন। হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে পাঁচ কোটি বিনিয়োগ করেছেন।’

খুলনা প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি: আজকের পত্রিকা

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “সবার আগে বাংলাদেশ” উচ্চারণ করেছেন। আর ড. ইউনূস সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে টাকা দেব না ছয় মাসের; সবার আগে বিদেশে লোক পাঠাব, লাইসেন্স নেব বলছেন। তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি, ব্যবসার কাজে গেছেন।’

নির্বাচনে ভোট প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাঁদের স্ত্রীরা ভোট দিলে তা ধানের শীষে যাবে। তাই নারীসহ মানুষের অধিকার আদায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য হত্যা, রাজশাহী ও চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলা গুপ্ত সংগঠন চালিয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করুন।

মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা