হোম > রাজনীতি

মারধরের ভয় নেই, তবে জনগণ ক্ষমা করবে কি না জানি না: আ.লীগকে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের ভেতর ধারণা সৃষ্টি হয়েছে ক্ষমতা ছাড়লে মারধর করা হবে, বাড়িঘরে হামলা হবে। ভয় নেই বিএনপি গণমানুষের দল। আপনাদের মতো দানব নয়। আমাদের বিবেক-বুদ্ধি আছে। তবে যে বা যাঁরা অন্যায়-অত্যাচার করছেন, ১৮ কোটি মানুষ তাঁদের ক্ষমা করবে কি না জানি না।’

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না। মরণের শপথ নিয়ে মাঠে নেমেছি। জেলে নিয়ে গুলি করে বিএনপিকে দমন করা যাবে না। আইয়ুব-ইয়াহিয়াও নিরস্ত্র জনগণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। বন্দুক তাক করে লাভ নেই। আমার ওপরও বন্দুক তাক করেছিলেন। ভোট চুরির জন্য আজ সারা বিশ্ব আপনাদের ধিক্কার জানাচ্ছে। জনগণের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ের যাওয়ার আগে ক্ষমতা থেকে কেটে পড়ুন, নতুবা জনগণ আপনাদের ছাড়বে না।’ 

গয়েশ্বর আরও বলেন, ‘দেশের মানুষ আজ অর্ধাহারে, অনাহারে। আরেক দিকে অধিকার হারা। পুলিশ টিয়ারশেল ও গুলি করে আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারবে না। পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। অথচ পুলিশ আজ লুটেরাদের পাহারা দিচ্ছে। চোর-ডাকাতদের পাহারা দিচ্ছে।’ 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দীর্ঘদিন থেকে আমরা দ্রব্যমূল্য, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু সরকার কানে শুনে না। আজকে ডিমের দাম ১৫ টাকা। এদের দুর্নীতির কারণে টাকার মান কমে গেছে।’ 

বিএনপির নেতা-কর্মীদের কারাগারে আটকে রেখে হত্যা করা হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আগে হত্যা করত গুলি করে, গুম করে। আর এখন হত্যা করে পিটিয়ে, মেরে ও জেলখানায় আটকে রেখে। খাওয়া না দিয়ে বিনা চিকিৎসায় আমাদের কর্মীদের হত্যা করছে।’ 

বেলা ৩টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কর্মসূচির কার্যক্রম খানিকটা বিলম্বে শুরু হয়। সমাবেশের পরে বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা গণমিছিল শুরু হয়। মিছিলটি মতিঝিল, ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ