গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিষয়ে আগামী ১৯ নভেম্বর দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার তাঁর বাসভবন থেকে ব্রিফিং এ কথা বলেন তিনি।
এই বিষয়ে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আগামী ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকও ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মেয়র জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় জাহাঙ্গীরের বিচারের দাবি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করেন। পরে চলতি মাসের ৩ অক্টোবর অভিযোগের জবাব চেয়ে জাহাঙ্গীরকে শোকজ করে আওয়ামী লীগ। জাহাঙ্গীরের শোকজের জবাবে সন্তুষ্ট হতে পারেনি আওয়ামী লীগের হাইকমান্ড।