হোম > রাজনীতি

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব: নাহিদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব।’ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গাজীপুরে প্রবেশ করার সাথে সাথে আমাদের এই মাওনাতে আসতে হবে। কারণ, এই মাওনা ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতে লড়াই করে ১৯ ভাই শহীদ হয়েছেন। আমরা সে শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা এ কারণে গাজীপুর এসে সর্ব প্রথম মাওনার সেই হটস্পটে এসেছি।’

নাহিদ বলেন, ‘যে ১৯ ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং আপনারা মাওনাবাসী যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন, ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দেশ বিনির্মাণে আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন, তাঁদের আমার লাল সালাম। আমাদের লড়াই শেষ হয় নাই। একটি বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে।’

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘আজকেও দেখেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। গাজীপুরেও এসেছি। বাংলাদেশের ৬৪ জেলায় যাব। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, আপনার জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাদের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। গাজীপুরে বিকেলে আমাদের মূল প্রোগ্রাম রয়েছে, আপনাদের আমন্ত্রণ। সেখানে গাজীপুরবাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা, যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশের, আমরা সেটা নিয়ে কথা বলব।’

এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ মাহমুদ প্রমুখ।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম