হোম > রাজনীতি

ড. কামালকে এবার গণফোরাম থেকেই অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণফোরামের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির একাংশের কেন্দ্রীয় কমিটি।

আজ মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে দলের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণ দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের এ অংশের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক।

গতকাল সোমবার থেকে ড. কামালকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান জগলুল হায়দার। পাশাপাশি মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয় হয়, গত ১৭ সেপ্টেম্বর প্রেসক্লাবে ড. কামাল হোসেন ও মো. মিজানুর রহমান যে কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক।

দলের এ অংশের নেতারা দাবি করেন, গণফোরামের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কহীন, দল থেকে পদত্যাগকারী, বিভেদ সৃষ্টিকারী ও নিষ্ক্রিয় কিছু ব্যক্তি গণফোরাম নাম দিয়ে কমিটি করেছে। ১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অবৈধ বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর ড. কামাল হোসেনকে প্রধান উপদেষ্টা ও মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। কিন্তু তারা কেউই গণফোরামের নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ না করে গঠনতন্ত্র পরিপন্থী ও উপ-দলীয় কমিটির মাধ্যমে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এমনকি ঘোষিত ওই কমিটি নির্বাচন কমিশনের সঙ্গেও প্রতারণা করেছে বলে দাবি করেন দলের এ অংশের নেতারা। এ অবস্থায় ড. কামালকে দল থেকে অব্যাহতি ও মো. মিজানুরকে বহিষ্কারের কথা জানান তাঁরা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের এই অংশের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলুসহ অন্যরা।

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

মঞ্চে আলিশান আসন ছেড়ে প্লাস্টিকের চেয়ারে তারেক রহমান

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান