হোম > রাজনীতি

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বিএনপির সরকারবিরোধী অভিযোগ কল্পিত ও চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য দেওয়া বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে।' আজ বৃহস্পতিবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়লেও অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিচ্ছে। স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকেও তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।'

সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, 'জনগণ যাদের ওপর আস্থাশীল নয়, তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করে। বিএনপি এখন সেটাই করছে। বিএনপির রাজনীতি জনগণনির্ভর নয়, বিদেশি প্রভুদের জোরে রাজনীতি করছে তারা।' 

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায় না। বিএনপিই দেশকে মগের মুল্লুক বানিয়েছিল। শেখ হাসিনার সরকার সেই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।' 

রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ঘটিয়েছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে—এই প্রত্যয় নিয়েই তো বিএনপি দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ও সুবিধাবাদের চর্চা শুরু করেছিল তারাই।' 

জামায়াতসহ ১১ দলীয় জোট: অসন্তোষ রেখেই সমঝোতা

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ