হোম > রাজনীতি

লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ   

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ধাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিক্ষোভ মিছিল করছিল।

রোববার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।

ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল এলাকার সামনে ছাত্রলীগের ধাওয়ার স্বীকার হই। হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি একটি গাড়ির ভেতরে ছিলেন। তাঁর নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদস্যসচিব আমানউল্লাহ আমানসহ ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

খোকন আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী হলে চেনা যেত। এরা বেশির ভাগই মহানগর ছাত্রলীগের নেতাকর্মী।

হামলার বিষয়ে জানার জন্য লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্রলীগের কেউ ছাত্রদলের ওপর হামলা করেনি। পুরো অভিযোগ ভিত্তিহীন। আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করে ফিরছিলাম—এ রকম মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে তাদের মিছিল দেখা যায়। এ রকম সময়ে একটি অ্যাম্বুলেন্সের হর্নের আওয়াজ পাওয়া যায়। তখন তারা পালিয়ে যায়। ছাত্রলীগের কোনো হামলার প্রশ্ন ওঠে না।’

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল