হোম > রাজনীতি

জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ পাঁচ নেতা ফের দুদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত। 

জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম। 

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। 

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের