হোম > রাজনীতি

মার্কিন ভিসানীতি আওয়ামী লীগে কাঁপন তৈরি করেছে: মান্না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ‘কাঁপন তৈরি করেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মান্না এ কথা বলেন। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন পথ খুঁজছে। তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায়। বিএনপির সঙ্গে বসে সবকিছু নিষ্পত্তি করতে চায়। কিন্তু কথা বলে পালানোর জায়গা পাবে না, এমন বিবেচনায় সরকারের মন্ত্রীরা বলছেন বিএনপির সঙ্গে বসবেন না। 

আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্ন আসে না, এমন মন্তব্য করে মান্না বলেন, ‘কারণ, আমরা চাই তোমরা (সরকারি দলের নেতারা) যাও। দেশ এখন বদলাচ্ছে। পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।’ 

সরকার বাংলাদেশকে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে উল্লেখ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক আবদুস সালাম বলেন, এটি একটি মহাবিপদ সংকেত। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। আর আগামীতে কে ক্ষমতায় যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে। 

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম