হোম > রাজনীতি

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোববার আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক শ্রেণি–পেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

শেখ হাসিনা বিবৃতিতে বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে, এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। 

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সকলকে নির্দেশ দিয়েছিলাম।’ 

বন্যায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাঁদের পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার আহ্বান করেন।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল