হোম > রাজনীতি

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোববার আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক শ্রেণি–পেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

শেখ হাসিনা বিবৃতিতে বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে, এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। 

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সকলকে নির্দেশ দিয়েছিলাম।’ 

বন্যায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাঁদের পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার আহ্বান করেন।

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের