হোম > রাজনীতি

জাতীয় সরকার গঠনসহ ৪ দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদ। ছবি: আজকের পত্রিকা।

জাতীয় সরকার গঠন, সাম্য হত্যার বিচার, সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে ছিলেন— বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসান ও অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশ থেকে চার দফা দাবি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। দাবিগুলো হলো—

১. জাতীয় সরকার গঠন

২. ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন,

৩. সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ নির্বাচন

৪. দ্রুততম সময়ে সাম্য হত্যার বিচার নিশ্চিত করা।

ছাত্র অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ছাত্র-জনতার সব শ্রেণী-পেশার মানুষের বাংলাদেশ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারাই বার বার নিপীড়িত হচ্ছে, এ কেমন বৈষম্য? ছাত্রদের মৌলিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন কিন্তু তার জন্য কেন অনশনে বসতে হবে শিক্ষার্থীদের?’

তিনি দাবি জানান, ‘অনতিবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বঞ্চিত শিক্ষকরা ভিসি প্রো-ভিসি হয়েছে, অন্যরা উপদেষ্টা হয়েছেন-সচিব হয়েছেন কিন্তু শিক্ষার্থীরা কী পেয়েছে, এখনো কিছুই পায়নি। এটা জাতির জন্য লজ্জাজনক।’

প্রধান উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানিয়ে ত্বোহা বলেন, ‘আপনি শুধুমাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ আলমের দৃষ্টিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে দেখবেন না, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠনকে নিয়ে বসুন, মতবিনিময় করুন।’

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের