হোম > রাজনীতি

খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে: মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত পতাকা মিছিল শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ মন্তব্য করেন মন্ত্রী। 

মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা স্বীকৃতি তাঁদের দিয়েছি যাঁরা পাকবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে জিয়াউর রহমান বারবার চলে যেতে বলেছিলেন। তিনি সীমান্ত পেরিয়ে স্বামীর সঙ্গে গিয়ে মুক্তিযুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। তিনি ক্যান্টনমেন্টে থেকে যেতে নিরাপদ বোধ করেছেন। স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে থাকলে বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাঁকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে।’

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমেরিকা হচ্ছে তারা, যারা মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। বঙ্গবন্ধু নগদ পয়সায় গম এবং চাল কিনেছিলেন। সেই গম এবং চাল সময়মতো আমাদের বন্দরে এসে পৌঁছায়নি। ফলে কৃত্রিম দুর্ভিক্ষ হলো। ২৭ হাজার লোক মারা গেল। এটা কি মানবতাবিরোধী ছিল না? সেদিন আপনারা মানবতাবাদীরা কোথায় ছিলেন? একটা দল বোমা ফুটাইল, মানুষ হত্যা করল, সেটা কি মানবতাবিরোধী ছিল না? তখন আপনাদের এই সমস্ত নীতিবাক্য কোথায় ছিল?’ 

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল আয়োজন করে দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালির সশস্ত্র হয়ে যুদ্ধ করাটাই বাকি ছিল।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. নাসরীন আহমাদ প্রমুখ।

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের