গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় যুবশক্তি।
জাতীয় যুবশক্তির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধঘোষিত এই দলের মদদপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। যুবশক্তির দাবি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করে।
জাতীয় যুবশক্তি ঘোষণা করেছে, কোনো প্রকার সন্ত্রাস, দমন-পীড়ন বা হামলার মাধ্যমে গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক কর্মকাণ্ডকে স্তব্ধ করা যাবে না। তারা আরও জানায়, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে মুজিববাদের কবর রচনায় আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এনসিপি সব সময় গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং থাকবে উল্লেখ করে এই হামলার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে জাতীয় যুবশক্তি।