হোম > রাজনীতি

আওয়ামী লীগ ‘জনভীতি’ রোগে আক্রান্ত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ ‘জনভীতি’ রোগে আক্রান্ত বলেই বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই মন্তব্য করেন। শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির গণসমাবেশে বাধা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘এরা (আওয়ামী লীগ) তো জনভীতি রোগে ভোগে। মানুষ দেখলেই তারা ভয় পায়। যে কারণে তারা নির্বাচনগুলো যাতে মানুষকে বাদ দিয়ে করা যায়, সেই পদ্ধতিতে করে। রাষ্ট্রও চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে। অসুখটা তাদের। যে কারণে আজকে তারা মানুষকে ভয় পাচ্ছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘ভয়টা কীসের তাদের? কী কারণে তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সমাবেশগুলো বন্ধ করতে চাইছে? একটাই তো কারণ—মানুষ যদি বাড়তে থাকে, তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। জনগণের উত্তাল তরঙ্গে তাদের চলে যেতে হবে।’ 

বিএনপির সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ মনগড়া—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন দাবির বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এইটা হচ্ছে আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ডার্ড। তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা।’

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান