হোম > রাজনীতি

নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জামায়াত শীর্ষ নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারপতনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 

আজ শুক্রবার এক ভার্চুয়াল কর্মী সম্মেলনে তাঁরা এই আহ্বান জানান। জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা এই কর্মী সম্মেলনের আয়োজন করে। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে সংসদে নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার আইন জামায়াতে ইসলামীর প্রস্তাবে পাস হয়েছিল। আমাদের অহংকারমুক্ত জীবনযাপন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আল্লাহর সাহায্য চেয়ে জীবন পরিচালনা করতে হবে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। ফ্যাসিবাদ, স্বৈরাচার ও ধ্বংসাত্মক এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। আমরা এমন একটি পরিবর্তন চাই, যা হবে নিজের, পরিবারের, সমাজের এবং দেশের জন্য কল্যাণকর। আর এর জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।’ 

সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের