হোম > রাজনীতি

সরকার উন্নয়নের গাল-গল্প করে এখন ঋণ ভিক্ষা চাচ্ছে: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার উন্নয়নের গাল-গল্প করে এখন বিদেশিদের কাছে ঋণ ভিক্ষা চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিকসহ সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এ কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘সরকার উন্নয়নের গাল-গল্প করে এখন বিদেশিদের কাছে ঋণ ভিক্ষা চাচ্ছে। আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এডিবির কাছে ১০০ কোটি ডলার, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ১০০ কোটি, জাইকার কাছে ৫০ কোটি। সর্বমোট ৭০০ কোটি ডলার ঋণ চেয়েছে। যা বাংলাদেশি টাকায় ৬৬ হাজার কোটি টাকা। অথচ এক ছাত্রলীগের নেতা পাচার করে ২ হাজার কোটি টাকা। প্রতিবছর সরকার এমপি, মন্ত্রী, আমলারা ৭২ হাজার কোটি টাকা পাচার করে।’ 

গোঁজামিলের পথ ছেড়ে সরকারকে সোজা পথে আসার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘বিরোধীদলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করুন। নির্বাচনের আয়োজন করুন। ছলচাতুরী না করে অবিলম্বে চা শ্রমিকদের দাবি মেনে নিতে হবে। সকল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে।’ 

এই সরকারকে ক্ষমতায় রাখার জন্যই নির্বাচন কমিশন কাজ করছে জানিয়ে নুর বলেন, ‘দেড় শ আসনে ইভিএম কারণ সরকার বুঝতে পারছে নিরপেক্ষ সরকারের প্রেক্ষিতে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারকে সমঝোতায় আসতে হবে। যদি নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হয় তাহলে এই দেড় শ থেকে অন্তত ১২০টা সিট বের করা যাবে।’ 

দেশে চলমান সমস্ত সংকটের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সরকার উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘এই সরকার ভাওতাবাজির সরকার। এই সরকার বিদেশিদের দ্বারা পরিচালিত সরকার। এরা বর্তমানে দেশদ্রোহী সরকারে পরিণত হয়েছে। মোমেন সাহেব যে বেফাঁস মন্তব্য করে চলেছেন এটা তো নতুন কিছু না। এর আগে তিনি বাংলাদেশ ভারতের সম্পর্কে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন। স্পষ্ট করে বলে দিতে চাই, মোমেন সাহেবকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাশেদ খান, বিপ্লব কুমার সরদার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমানসহ প্রমুখ।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান