হোম > রাজনীতি

ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল বিএনপি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: আজকের পত্রিকা

বিএনপি ক্ষমতা নয়, গণতন্ত্র রক্ষায় লড়ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে।’

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ এক নয়। মৌলিক যুদ্ধ ছিল একাত্তরে, আর তারই ধারাবাহিকতায় চলছে বর্তমান আন্দোলন।

গয়েশ্বর অভিযোগ করেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, সে জন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, বৈষম্যবিরোধীরা নিজেরাই যেন বৈষম্য সৃষ্টি না করেন। যদিও এরই মধ্যে আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে।

ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ নাকচ করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। দেশের দ্রুত গণতান্ত্রিক উত্তরণই আমাদের মূল লক্ষ্য।’

ক্ষমতায় না যাওয়ার ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে ঐক্যজোট করুন, ৩০০ আসনে প্রার্থী দিন, তারপর দেখুন জামানত টিকে কি না।’

অনুষ্ঠানে বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রকাশিত গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা