হোম > রাজনীতি

বেনজীর কীভাবে দেশ ছাড়লেন, প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’

এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’

সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’ 

তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’ 

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’ 

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।

আরও পড়ৃন: 

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির