নির্বাচন কমিশন (ইসি) ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে; নির্বাচনবিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন।
বিএনপি-জামায়াত বাংলাদেশ এবং এই জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি-জামায়াতের অবরোধ মানে বাসে আগুন, যানবাহনে আগুন, গুপ্ত হামলা।’
বিএনপি-জামায়াতকে সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, সেটা তাদের ভুল ধারণা। হামলা-সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’