নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাজধানীর বাড্ডা থেকে তাকে আটক করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্সের পরিবারের বরাত দিয়ে শায়রুল বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড্ডায় তাঁর (এমরান সালেহ প্রিন্স) বোনের বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘তাকে আটকের তথ্য আমার জানা নেই।’