হোম > রাজনীতি

আ.লীগ হাইকমান্ডের নির্দেশে ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সহসভাপতি সজীব আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তে জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিমকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহসভাপতি সজীব আহমদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

আজ সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক যৌথসভা শেষে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দলীয় সভাপতি শেখ হাসিনার এ নির্দেশনা অবহিত করেন ওবায়দুল কাদের। বিকেলে তা বাস্তবায়ন করে ছাত্রলীগ। 

এদিকে, এর আগে ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ উঠেছিল। যদিও এ অভিযোগের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির