হোম > রাজনীতি

মিছিলে মিছিলে এনসিপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন এনসিপির নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

‎নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। দুপুর ২টার পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা দলটির নেতা–কর্মীদের।

‎মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থোকে আসা আশিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঐতিহাসিক ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই ইশতেহারের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।’

‎‎সমাবেশে যোগ দেওয়া মাজহার নামের এক কর্মী জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কথা জেনেছে দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের সেই কথা, তাদের যেই আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন হবে ইশতেহারে।

‎সমাবেশ শুরুর আগে আন্দোলনের সময়ের নানা বিষয় নিয়ে কথা বলছেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ সময় শহীদ মিনার এলাকায় ছয়টি প্রজেক্টরে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে।

‎‎পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। নজরদারিতে রেখেছেন পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, পাশাপাশি দুই দলের সমাবেশের কারণে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা নজরদারি করা হচ্ছে।

জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর

শেখ হাসিনার দুঃশাসনে চরম সংকটে খালেদা জিয়ার জীবন: তারেক রহমান

২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ ইসলাম

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক: নাহিদ ইসলাম

শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান