হোম > রাজনীতি

নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য ফল পাঠানোর এই নাটক: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সেখানে তাঁকে দেখতে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধিদল। তারা আমান উল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যায়।

বিকেলে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমান উল্লাহ আমান ফেসবুক লাইভে এসে কথা বলেন। তিনি বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল।’

এমন সময় কে বা কারা তাঁকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে—তা তিনি বুঝতে পারেননি। চলমান আন্দোলনে তাঁর ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলেও পিছপা হব না।’ এ বিষয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল