হোম > রাজনীতি

নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সকালে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি সালাহ উদ্দিন মিয়া।

ওসি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি। ৯৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। 

ওসি আরও বলেন, `সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে আমরা ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করেছি। তবে তাঁদের যাচাই-বাছাই চলছে। প্রকৃতি দোষীদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে মামলা হবে।'

এর আগে গতকাল মঙ্গলবার সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়। 

সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল