ঢাকা: একসময়ের ছাত্রলীগের প্রভাবশালী নেতা আনোয়ার হোসেন ফারুক। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে জীবিকা নির্বাহ করছেন ভাড়ায় অটোরিকশা চালিয়ে। সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পরে তাঁকে অটোরিকশা কিনে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেলার ডিসি অটোরিকশাটি আনোয়ার হোসেন ফারুকের কাছে হস্তান্তর করেন।
নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকে তাঁকে অটোরিকশা কিনে দেওয়া হয়েছে।'
আনোয়ার হোসেন ফারুক ২০০৩ সালে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেসময় সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন। মামলার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে চাকরির দেন দরবার করে ব্যর্থ হন। এখন জীবিকা নির্বাহ করতে রিকশা চালাচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনোয়ার হোসেন ফারুক বলেন, অটোরিকশাটি পেয়ে আমার অনেক উপকার হলো। আগে ভাড়ায় রিকশা চালাতাম। এখন নিজের হলো। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির ভাই, মির্জা আব্দুল কাদের ভাই, এমপি একরাম, শেখ সেলিমের ছেলে ব্যারিস্টার নাঈম ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই সহযোগিতার কথা বলেছেন।