হোম > রাজনীতি

সরকার বিরোধী দল দমনের নতুন খেলা শুরু করেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একতরফাভাবে নির্বাচন করতে সরকার বিরোধী দল দমনের নতুন খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে। 

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে সরকার আবার নতুন খেলা শুরু করেছে। সামনে নির্বাচনের ঢোল বাজছে। নির্বাচন নির্বাচন খেলা করে তারা নির্বাচনী বৈতরণি পার হতে চায়। সমস্ত বিরোধী দলকে আটক করে মিথ্যা মামলা দিয়ে তারা একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়।’ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতিকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। প্রত্যেকটি খাতে চরম দুর্নীতি চলছে। এরা (সরকার) সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু ব্যর্থ নয়, এরা দেশের ক্ষতি করছে। যত দ্রুত সম্ভব নিজেদের সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

 ‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে’—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এই অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সব সময় তিনি (তথ্যমন্ত্রী) এটা বলেন এবং বলেন যে, যা কিছু ঘটে তার পেছনে নাকি বিএনপি আছে। আরে ভাই, বিএনপি যদি সবকিছু ঘটাতে পারে, তাহলে তোমরা ক্ষমতায় আছ কেন? ক্ষমতা ছেড়ে দাও। বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দাও, দেখো আমরা দেশ চালাতে পারি কি না।’ 

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার হচ্ছে শুধু সেই সব লোকের সরকার, মুষ্টিমেয় কয়েকটা লোককে বড়লোক করার জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তারা ব্যবহার করছে। এর প্রতিবাদ করতে গিয়ে কি করছে, যারা প্রতিবাদ করছে তাদের তারা গ্রেপ্তার করছে, সাজা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। মতিঝিলে শ্রমিক দলের একটা প্রোগ্রাম থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে, শ্রমিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। কেন ইশরাককে গ্রেপ্তার করলেন? কারণ, সে প্রতিবাদ করেছিল, শ্রমিক দলের নেতা-কর্মীদের কেন মামলা দিলেন? তারা প্রতিবাদ করেছিল। তারা (সরকার) মিথ্যা মামলা দিয়ে নতুন খেলা শুরু করেছে।’ 

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপের জন্য ওয়াসার পানিকে দায়ী করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, ‘ওয়াসার যে এমডি (ব্যবস্থাপনা পরিচালক) তিনি কত বছর ধরে আছেন জানেন? ১০ বছরের বেশি সময় আছেন। তাঁকে বেতন দেওয়া হয় বাংলাদেশে সমস্ত কর্মকর্তাদের চাইতে সবচেয়ে বেশি, ৫ লক্ষ টাকার ওপরে বেতন পান। তাঁকে অনেকবার সরানোর চেষ্টা করা হয়েছে, সরাতে পারেনি। কারণ, তিনি অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সরকারপ্রধানের।’ 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ আরও অনেকে বক্তব্য দেন। 

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল