ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কার্যালয় পরিদর্শন করবেন।
সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আগামীকাল রোববার বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করবেন।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আজকের পত্রিকাকে বলেন, উনি কাল আমাদের অফিসে আসবেন। আমাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।