হোম > রাজনীতি

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় হরতালের ডাক দিয়েছে সিপিবি (এম)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ১৮ নভেম্বর আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। 

সমাবেশে এম এ সামাদ বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চলছে। করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা, নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজি গ্যাসের দাম বাড়াচ্ছে। 

জনগণের এমন দুরবস্থার মধ্যে সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে সংগঠনটি। এম এ সামাদ বলেন, ‘জনগণের দাবি আদায়ের লড়াইয়ে আমি রাজধানীবাসীকে হরতালে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

সরকারের স্বেচ্ছাচারিতা ও দুঃশাসনের প্রতিবাদে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালনের ঘোষণা দেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ সামাদ। 

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ প্রমুখ। 

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত