হোম > রাজনীতি

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় হরতালের ডাক দিয়েছে সিপিবি (এম)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ১৮ নভেম্বর আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। 

সমাবেশে এম এ সামাদ বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চলছে। করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা, নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজি গ্যাসের দাম বাড়াচ্ছে। 

জনগণের এমন দুরবস্থার মধ্যে সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে সংগঠনটি। এম এ সামাদ বলেন, ‘জনগণের দাবি আদায়ের লড়াইয়ে আমি রাজধানীবাসীকে হরতালে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

সরকারের স্বেচ্ছাচারিতা ও দুঃশাসনের প্রতিবাদে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালনের ঘোষণা দেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ সামাদ। 

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ প্রমুখ। 

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান