হোম > রাজনীতি

খালেদা জিয়া আছেন বলেই আওয়ামী লীগ আছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আছেন বলেই এখনো আওয়ামী লীগ আছে। তিনি না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। তিনি আছেন বলেই আমাদের শত্রুরা এখনো সীমান্তে ভয় পায়। আর এখনো আওয়ামী লীগ যে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আছেন, বেঁচে আছেন বলেই আছে। তা না হলে আওয়ামী লীগ থাকবে না।’ 

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন এবং তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সেই আন্দোলনই হবে এই সরকারের পতনের আন্দোলন।’ 

মির্জা ফখরুল বলেন, ``দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। এ জন্য এই মুহূর্তে আমরা তাঁর মুক্তি চাই এবং তাঁকে বিদেশে পাঠানোর জন্য দাঁড়াতে চাই।' 

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি’ মন্তব্য করে ফখরুল বলেন, খালেদা জিয়া রাজপথে জনগণের সঙ্গে থেকে দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছেন। ২০০৮ থেকে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখনো তিনি কারা নির্যাতন ভোগ করছেন। বাংলাদেশে কজন নেতা আছেন, যাঁরা এত ত্যাগ স্বীকার করেছেন।

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট