হোম > রাজনীতি

মানুষ ক্ষিপ্ত হয়ে বিএনপির সমাবেশে যাচ্ছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে মানুষ বিএনপির সমাবেশে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার রাজধানী ঢাকার একটি মিলনায়তনে মাহমুদুর রহমান মান্নার উপন্যাস ‘গুম’-এর মোড়ক উন্মোচন এবং অন্যান্য বইয়ের আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সমাবেশে যে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে তারা সবাই কি বিএনপি করে? না, তারা এই সরকারের নানা কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে এসব সমাবেশে যোগ দিচ্ছে।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, সারা দেশে গুমের শিকার পরিবারের মানুষগুলোর কান্না ও আহাজারি নিয়ে যদি প্রামাণ্যচিত্র বা ছবি বানানো হতো তবে সে ছবি দেশে ও বিদেশে সবচেয়ে বেশি দেখা হতো।

মায়ের ডাকের আহ্বায়ক আফরোজা ইসলাম আখি বলেন, এই বইয়ে তাঁদের মতো গুম হওয়া পরিবারের সুখ-দুঃখ, অনুভূতিগুলো তুলে এনেছেন লেখক। তিনি বহু বছর ধরে যে আমাদের সঙ্গে আছেন এই বই সেটাই প্রমাণ করে। গুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে লেখক নিজেই গুমের স্বীকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মানবাধিকার সংগঠন অধিকারের চেয়ারম্যান নাসির উদ্দিন এলান বলেন, এটা ছোট একটা বই হলেও গুমের পুরো একটা প্রতিচ্ছবি তুলে এনেছেন লেখক। এর মধ্য দিয়ে গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে।

কবি ও সাহিত্যিক ফকির আব্দুল হাই বলেন, দেশের সাহিত্যের মধ্যে জনমানুষের প্রতিচ্ছবি, জনসম্পৃক্তি খুঁজে পাওয়া যায় না। তবে মাহমুদুর রহমান মান্নার বইয়ে ওই প্রতিচ্ছবি পাওয়া যায় বলে জানান তিনি। গুমের বিরুদ্ধে এই লড়াই স্মরণ করিয়ে দেয় এই রাষ্ট্রের জবাবদিহি থাকতে হবে। একদিন এই দেশ থেকে গুম বিদায় নেবে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবেই বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। 

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম