হোম > রাজনীতি

‘ছাত্রলীগের মতো এত বড় ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন বিশ্বে কোথাও নেই’

প্রতিনিধি, সাভার (ঢাকা)

বাংলাদেশ ছাত্রলীগের মতো এতবড় ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন বিশ্বের আর কোথাও নেই। আজ সোমবার সাভারে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। 

বিকেল ৫টায় সাভার উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাভার উপজেলা ছাত্রলীগ। এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজনীতিতে ছাত্রলীগের মতো এত সক্রিয় কোনো সংগঠন বিশ্বে নাই। এত বড় ছাত্রসংগঠনও বিশ্বের কোথাও নাই। 

সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় আয়োজনের সভাপতিত্ব করেন সভাপতি আতিকুর রহমান। 

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যতদিন শরীরে এক ফোঁটা রক্তও বাকি থাকবে আমরা ততদিন শেখ হাসিনার পক্ষ থেকে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাবো। 

এ আয়োজনে প্রধান আলোচক ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিল এনসিপি

ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

একটি দলের শীর্ষ নেতার অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল পক্ষপাতমূলক আচরণ: জামায়াত