হোম > রাজনীতি

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী। ছবি: আজকের পত্রিকা

সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

সাখাওয়াত হোসেন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল, সময়ক্ষেপণ হচ্ছে। সে জন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটির নথিপত্র জমা দিয়েছি।’

নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এ জন্য সংস্কার করতে হবে।’

সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন (নির্বাচন আয়োজনের সময়সীমা), এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ