টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শোভাযাত্রাটির আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান টিটুন প্রমূখ।
প্রসঙ্গত, গত রোববার (২৮ মার্চ) আজিম হোসেন রতনকে সভাপতি ও মো. সজীব মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৬ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।