হোম > রাজনীতি

আমেরিকার ফলাফল নিয়ে সরকার ভীত: আওয়ামী লীগ

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র‍্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র‍্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র‍্যাংক আর ছবি ইমেইল করুন।

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে