হোম > রাজনীতি

বাইডেনের সঙ্গে সেলফি তুলে সরকার ভাবছে জিতে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে কোনো সেলফিই আপনাদের রক্ষা করতে পারবেন না।’

আজ রোববার এক স্মরণসভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।

এ বিষয়ে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘আমি বলি, আমার পরামর্শটা নেবেন? সেটা হচ্ছে যে ওই ছবিটা বাঁধিয়ে গলায় নিয়ে ঘোরেন আর জনগণকে বোঝানোর চেষ্টা করেন, আমেরিকা ও বাইডেন আমাদের (সরকার) সঙ্গে আছে।’ 

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এত নিঃস্ব হয়ে গেছেন যে বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছেন—আমরা (সরকার) জিতে গেছি।’ 

ফখরুল বলেন, ‘সেলফির জন্য র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি, ভিসা নীতির বদল হয়নি, আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি। সুতরাং, ভেবেচিন্তে কথা বলেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না। যদি জনগণ নিজের ভোট নিজে না দিতে পারে, আপনাদের ক্ষমা করবে না। আর আপনারা ক্ষমতায়ও টিকে থাকতে পারবেন না।’ 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘বাইডেন শুধু না, সব গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছে। তারা বলেছে, সব দলের অংশগ্রহণে ভালো নির্বাচন দেখতে চায়। সব আন্তর্জাতিক বিশ্ব তাই বলছে। তার অর্থ এই নয় যে আমরা শুধু তাদেরকেই গুরুত্ব দিচ্ছি। আমরা আমাদের জনগণের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি দিই। জনগণ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যথেষ্ট হয়েছে, অনেক ভুল করেছ, অনেক নির্যাতন করেছ, অনেক ধ্বংস করেছ, মানুষকে হত্যা করেছ। দয়া করে এখন বিদায় হও।’

সেলফি প্রসঙ্গে ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই কদিন আগে আপনাদের প্রধানমন্ত্রী বললেন যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে। যেহেতু বাংলাদেশ সেন্ট মার্টিন দিচ্ছে না, তাই আমেরিকা নাকি তাঁকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কী বুঝব আমরা, আপনি (প্রধানমন্ত্রী) সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন?’

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান