হোম > রাজনীতি

শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত মাহরীন চৌধুরী: রিজভী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের প্রয়াত শিক্ষিকার রয়েল পার্কের বাসায় তাঁর পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে বুধবার (৩০ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ছাত্রছাত্রীরা সন্তানের চেয়ে বড়—তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী।

তিনি বলেন, ‘এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন। এতটাই নিঃস্বার্থভাবে যে জাতি আজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।’

রিজভী বলেন, ‘স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন। কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনো মানবিকতার আলোয় আলোকিত।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়ে শিক্ষক মাহরীন মৃত্যুবরণ করেন। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ

ইতিবাচক রাজনীতি গণতান্ত্রিক সংস্কৃতি গড়তে আলোচনা

‘এই জমিনে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই’