হোম > রাজনীতি

ফের সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আগামী ৪ মার্চ সোমবার সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। আজ শনিবার দলীয় সূত্রে এ খবর জানা গেছে।

৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি।

শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা