হোম > রাজনীতি

কথা বললে শিরশ্ছেদও হতে পারে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে যে কথা বললে শিরশ্ছেদও হতে পারে।’ জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার সদ্য কারামুক্ত সাংবাদিক ও বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যম কর্মী আইন, আইনটা কারা করবে? আইনটা করছে সংসদের সদস্যরা, যারা নির্বাচিত হয়নি। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আইন তৈরি করবে গণমাধ্যমের জন্য। সেটার কী অবস্থা দাঁড়াবে আমরা জানি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে কথা বলার কোনো স্বাধীনতা তো নেই-ই; কথা বললে শিরশ্ছেদও হতে পারে, এ রকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে।’

দলের চেয়ারপারসনকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতাবোধ এবং একজন আরেকজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা নেই। এ রকম একটা অবস্থা হয়েছে। হবে না কেন? যারা চাকর, তারা যদি মালিক বনে যায়, তখন তো সেরকম অবস্থাই দাঁড়াবে। এমন এমন কথা এমন এমন লোকজন বলছে, যারা কিন্তু জনগণের টাকায় চলাফেরা করছে। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছে।’

স্বাধীনতা কনসার্টের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। আর এই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।’

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা