হোম > রাজনীতি

শুধু শেখ হাসিনা নয়, আ. লীগের প্রতিটি ব্যক্তির বিচার হওয়া দরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

গণহত্যার দায়ে শুধু আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা নয়, দলটির প্রতিটি ব্যক্তির বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রধান, বিশেষ করে শেখ হাসিনা রেসপন্সিবল ফর দ্য কিলিং অব থাউজেন্ড অব পিপল। আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আপনারা খুব ভালো করে জানেন, আওয়ামী লীগের হত্যা, নির্যাতন, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল। আমি নিজেও ১১২টা মামলা এবং ১৩ বার জেলে গেছি। আমরা সব সময় মনে করি, যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, ফ্যাসিবাদের কায়েম করবে, তাদের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন।’

গণহত্যার বিচার নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘গণহত্যার বিচার শুরু হয়েছে, এর সঙ্গে যারা যেভাবে জড়িত তাদের প্রত্যেকে শাস্তির আওতায় আসবে। যারা বিগত দিনে ফ্যাসিবাদকে মদদ দিয়েছে, ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকেই গণহত্যার বিচারে আওতায় আনা হবে। গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতরা কেউ ছাড় পাবে না।’

নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ফখরুল।

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াত

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান