হোম > মতামত

অর্ধেক গাড়ি ঠিক করাটা অসম্ভব

খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি

১৯ দিন পর গণপরিবহন চালু হওয়াটা পরিবহন মালিক, শ্রমিক এবং চালকদের জন্য যতটা স্বস্তির, অর্ধেক পরিবহন চালানোটা ঠিক ততটাই অস্বস্তির বিষয়।

শুধু পরিবহন সংশ্লিষ্টরা নন, সাধারণ যাত্রীরাও এতে ভোগান্তির মুখে পড়বেন।

প্রথমত, অর্ধেক গাড়ি চললে গণপরিবহন সংকট দেখা দেবে। আবার যাত্রীর ভিড়ও বাড়বে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অর্ধেক পরিবহন ঠিক করাটা প্রায় অসম্ভব বলা চলে। কারণ, আমাদের দেশে চার-পাঁচটা পরিবহন কোম্পানি নয়, শতাধিক কোম্পানির গাড়ি চলে। তাই আমরা সব কোম্পানির সঙ্গে বসলাম, আর জেনে গেলাম কে কয়টা গাড়ি চালাবে–এটা অনেকটা অসাধ্য একটা কাজ।

অর্ধেক বাস চলাচলে শ্রমিকেরাও অসুবিধায় পড়বেন। এমনিতেই বহুদিন ধরে শ্রমিকেরা কর্মহীন অবস্থায় আছেন। এখন অর্ধেক বাস চললে তাঁরা কাজ পাবেন না। আবার অর্ধেক বাস চলার কথা বলা হলেও ভাড়া আগের মতোই রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা মালিকদের অসুবিধায় ফেলবে। শতভাগ বাস চললে সাধারণ যাত্রী, মালিক, শ্রমিক সবারই সুবিধা হতো। 

ভেনেজুয়েলায় মাগা বিসর্জন দিলেন ট্রাম্প, পরের ‘বলিযোগ্য’ কী

রাজনীতিবিদদের রহস্যময় হলফনামা

গ্যাসের দামে পুড়ছে সাধারণের জীবন

অর্থনীতিতে সমস্যা উত্তরণের পথ

ভেনেজুয়েলা আর ইরান

এনসিপির ব্যাপারে মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে

পথের প্রাণীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতে অপারগ আইন

বিবিধ খরচ

জাতীয় সরকার কি অনিবার্য

অতীতের দুঃস্বপ্নগুলো মুছে দিক ২০২৬