হোম > জাতীয়

১ জুনের ট্রেনের টিকিট নিতে আধ ঘণ্টায় ২৭ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের জন্য আগামী ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। অনলাইনে ট্রেনের টিকিট নিতে মাত্র আধা ঘণ্টায় রেলওয়ের সার্ভারে ২৭ লাখ হিট পড়ে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার সময় অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ে জানিয়েছে, টিকিট বিক্রি হচ্ছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে—ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে। এ বছর কাউন্টারে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। গতকালের মতো আজও উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা শীর্ষে রয়েছে। টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যে এ অঞ্চলের সব টিকিট শেষ হয়ে যায়।

অনলাইনে অতিরিক্ত চাপের কারণে অনেক যাত্রী টিকিট পেতে সমস্যায় পড়ছেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিগত সহায়তা বাড়ানো হয়েছে এবং যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘টিকিট সীমিত কিন্তু যাত্রীদের চাহিদা অনেক। ফলে সার্ভারে ঢুকে সবাই টিকিট পাচ্ছেন না। তবে কেউ না কেউ তো টিকিট পাচ্ছেন। শুধু উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা বেশি, অন্যান্য রুটের টিকিট এখনো আছে।’

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটা রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এ ছাড়া, এবার ঈদে সারা দেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫ টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে ২৩ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ