হোম > জাতীয়

দ্বাদশ জাতীয় নির্বাচন: বড় কোনো পরিবর্তন ছাড়াই সীমানা নির্ধারণ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালের নির্বাচনের আগে যে সীমানা ছিল, তা অক্ষুণ্ন রেখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু ছয়টি আসনের কয়েকটি উপজেলা ও ইউনিয়নের প্রশাসনিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

আজ রোববার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

ইসি আলমগীর বলেন, ‘নতুন কিছুই নেই। ২০১৮ সালে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল। সেটাই অক্ষুণ্ন রয়েছে। শুধু প্রশাসনিক কারণে নামের পরিবর্তন হয়েছে অথবা প্রশাসনিক বিভক্তি যেগুলো হয়েছে, সেগুলো পুরোনো নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে করা হয়েছে।’

জনশুমারি অনুযায়ী সীমানা নির্ধারণ করতে সময়ের প্রয়োজন বলে উল্লেখ করে ইসি আলমগীর জানান, জনশুমারির প্রতিবেদন করতে আরও বছরখানেক সময় লাগবে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে।

মো. আলমগীর বলেন, ‘আমরা অপেক্ষা তো করতে পারছি না। তারা খসড়া যেটা দিয়েছে, সেটা আমলে নিয়েছি। তবে প্রশাসনিক অখণ্ডতা এবং ভৌগোলিক বিষয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছি।’ 

এই সীমানা নির্ধারণের খসড়া প্রকাশের পর যদি জনপ্রতিনিধি বা স্থানীয়রা সমস্যা মনে করেন, ২০ দিন সময়ের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি আবেদনই ইসি শুনানি করবে বলে জানান তিনি। 

ইসি আলমগীর বলেন, ‘তাঁদের বক্তব্য যদি সঠিক হয়, কেউ যদি বিরোধিতা না করেন এবং আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে তাঁদের বক্তব্য যৌক্তিক, তখন হয়তো আমরা পরিবর্তন আনতে পারি। এ ছাড়া কোনো পরিবর্তন হবে না।’

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা