হোম > জাতীয়

অনেক বিষয়ে আমরা কাছাকাছি, ঐকমত্যের এ সুযোগ যেন না হারাই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে আজ সোমবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, সংলাপের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে অনেকগুলো বিষয়ে ‘সবাই ঐকমত্যের কাছাকাছি’।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যত ইস্যুজ আছে, যতগুলো সুপারিশ আছে, তার মধ্যে কীভাবে আমরা একমত হলাম, কোনটাতে একমত হলাম, সব মিলিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব।’

দ্বিতীয় ধাপের সংলাপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো বিষয়ে কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হবে, ঐকমত্যের সুপারিশ। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম পর্বের আলোচনায় যতটুকু তফাত ছিল, সেই দূরত্ব ঘুচিয়ে যাতে আমাদের জুলাই সনদে যতগুলো ঐকমত্য আছে, তার সঙ্গে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে। জাতীয় সনদ হবে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যেন গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারি। আমরা তো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গল ও উন্নতির জন্য।’ সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব।’

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে