হোম > জাতীয়

ভোটার নিবন্ধনে আঙুলের ছাপ যাচাই লাগবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ছাড়া অন্য কোনো উপজেলা বা থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের সময় এএফআইএস যাচাই লাগবে না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার মাঠপর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। 

স্বয়ংক্রিয় আঙুলের ছাপ শনাক্তকরণ ব্যবস্থা বা এএফআইএস হলো একধরনের বায়োমেট্রিক প্রযুক্তি। এই প্রযুক্তিতে ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপের রেকর্ড নেওয়া হয়। সেই তথ্য কম্পিউটার ডেটাবেইস সংরক্ষণ করা হয়। পরবর্তী সময়ে কারও পরিচয় নিশ্চিত হতে এ তথ্য ব্যবহার করা যায়।

এতে উল্লেখ করা হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধনসংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে— চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের সময় এএফআইএস যাচাইয়ের প্রয়োজন হবে না। 

সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের সময় এএফআইএস যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন সিস্টেম (এএফআইএস) দিয়ে কোনো নাগরিক এর আগে ভোটার নিবন্ধন করেছেন কি না, তা যাচাই করা হয়। আগে কেন্দ্রীয়ভাবে এই পদ্ধতি একটু দুর্বল থাকায় মাঠপর্যায়ে যাচাই করা হতো। এখন সেন্ট্রাল সার্ভার শক্তিশালী করা হয়েছে। কেউ আগে ভোটার হয়ে থাকলে তা সেন্ট্রাল সার্ভারেই ধরা পড়বে। তাই নতুন ভোটার নিবন্ধনসেবা সহজ করতে মাঠপর্যায়ে আর যাচাই করার প্রয়োজন নেই।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার